ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ছন্দে ফিরেছেন তামিম।
টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ দল। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ ৮২ ওভার ৫ বলে ৬ উইকেটে ২৭৪ রান করেছে।
ওপেনার তামিম ইকবাল ২৪০ বল খেলে ১৪০ রান করে অপরাজিত আছেন। ১৯টি চার ও ১টি ছক্কায় সেজেছে তামিমের ইনিংস। তামিমের সঙ্গে ৬ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন। এদিকে সাকিব না থাকায় সহ-অধিনায়ক লিটনই টসের আনুষ্ঠানিকতা সেরেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: রাহাত আইটি লিমিটেড