ছুটি কাটিয়ে মিয়াম থেকে ব্রাজিলে ফিরছিলেন নেইমার। সঙ্গে ছিলেন তার বোন রাফায়েলা। বার্বাডোজ থেকে উড়াল দেয়া ব্যক্তিগত বিমানটি হঠাৎ বাজে আবহাওয়ার সম্মুখীন হয়। ওই সময় পাইলট জরুরি অবতরণ করলে প্রাণে বেঁচে যান এই ব্রাজিলিয়ান তারকা। দুজনেই অক্ষত অবস্থায় উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিসি যদিও ব্রাজিলের একটি সূত্রের দাবি, বিমানে তারকা ফরোয়ার্ড ছিলেন না।
অনেক গণমাধ্যম জানিয়েছে, তার বোনও ছিলেন না বিমানে। গত সপ্তাহে মিয়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি ও বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছিল ব্রাজিল অধিনায়ককে। ছুটি কাটিয়ে দেশে ফেরার পথে কিছুক্ষণের মধ্যেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তাদের বিমান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: রাহাত আইটি লিমিটেড