ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: করোনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে। প্রায় শূণ্যের ঘরে নেমে গেছে রপ্তানি বাণিজ্য। কর্মহীন হয়েছে পড়েছে অধিকাংশ শ্রমিক। ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকারও।
সড়ক পথে বাংলাদেশ থেকে ভারতের আগরতলায় প্রবেশের অন্যতম প্রধান পথ হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। ১৯৯৪ সালে চালু হওয়ার পর থেকে এই বন্দরটি রাজস্ব আয়েও ব্যাপক ভূমিকা রাখছে। ৪০টির বেশি বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানী করা হয় এই বন্দর দিয়ে। যেখান থেকে আয় হয় শত কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা। কিন্তু করোনা অতিমারির কারণে প্রভাব পড়েছে বাণিজ্যে।
বন্দরের ব্যবসায়ীরা জানান, আগে প্রতিদিন পণ্যবাহী দুই থেকে তিনশত ট্রাক ভারতে যাতায়াত করলেও এখন মাত্র কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করে। ফলে অনেকটাই কর্মহীন হয়েছে পড়েছে বন্দরের শ্রমিকরা। লোকসান গুণতে হচ্ছে ব্যবসায়িদের। এতে কমেছে সরকারের রাজস্ব আয়ও। এ অবস্থায় সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ী ও আমদানি-রফতানিকারকরা।
তবে, স্থলবন্দরের সহকারী কমিশনার জানান, করোনার শুরুতে আমদানি রপ্তানি শূন্যের ঘরে নেমে গেলেও এখন বাণিজ্য কিছুটা বেড়েছে।
Leave a Reply