স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ফুটবলের পুরস্কার ফিফা-২০২০ ‘দ্য বেস্ট’ এর জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় ঠাঁই পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেওয়ানডোস্কি ও লিওনেল মেসি।
শুক্রবার (১১ ডিসেম্বর) এক অনলাইন মিডিয়া ইভেন্টে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়। প্রতি বছর ক্লাব কিংবা জাতীয় দলের সাফল্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে অনেক প্রাপ্তি যোগ হয় ফুটবলারদের। সেখানে মর্যাদার দিক দিয়ে সবার ওপরে অবস্থান ফিফা দ্য বেস্টের। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দিয়ে থাকে ট্রফিটি।
সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় আছেন অ্যালিসন বেকার, ম্যানুয়েল নুয়ার ও জ্যান ওবলাক।
আগামী বৃহস্পতিবার সুজারল্যান্ডের জুরিখে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। এদিকে সেরা কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মার্সেলো বিয়েলসা, হ্যান্স-ডিয়েটার ফ্লিক ও জুর্গেন ক্লপ।
Leave a Reply