ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোর লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ন্ট বার্সেলোনা । নকআউট পর্বে পাঁচবারের চ্যাম্পিয়নদের লড়তে হবে গত মৌসুমের রার্নাসআপ পিএসজির বিপক্ষে।
- Advertisement -
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে চেলসি মুখোমুখি হবে অ্যাতলেটিকো মাদ্রিদের । সেরা আটে জায়গা করতে হলে ক্রিশ্চিয়ান রোনালদোর জুভেন্টাসকে জয় পেতে হবে পোর্তোর সাথে। লিভারপুলের প্রতিপক্ষ রেড বুল লাইপজিগ। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে সেরা ষোলো পার হতে লড়তে হবে লাৎসিওর সাথে । আগামী বছরের ফেব্র“য়ারীতে হবে শেষ ষোলোর প্রথম পর্বের খেলা। আর দ্বিতীয় পর্ব হবে মার্চে।
Leave a Reply