লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে করিম বেঞ্জেমা দুটি ও টনি ক্রুস একটি গোল করেন। অন্যদিকে অ্যাথলেটিকো বিলবাওয়ের পক্ষে একটি গোল করেন আন্দ্রে কাপার।
- Advertisement -
আলফ্রেডো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের শুরুতে হোঁচট খায় অতিথিরা। ৯ মিনিটে প্রথম হলুদ কার্ড ও ১৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রাউল গার্সিয়া। ফলাফল লাল কার্ড। ১৪ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় বিলবাও। তবুও মাঠে নিজেদের আগ্রাসন অব্যাহত রাখে তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকরা এগিয়ে যায় টনি ক্রুসের গোলে।
ম্যাচের ৫২ মিনিটে আন্দ্রে কাপার শটে সমতায় ফেরে বিলবাও। ৭৪ মিনিটে ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমা রিয়ালকে আবার এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাকে বেনজামার নিখুঁত শটে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
Leave a Reply