সপ্তাহজুড়ে শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার প্রতি দাম বেড়েছে ২৩.০১ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৬৪ টাকা ৯০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪৬ টাকা ৯০ পয়সা। এটি আগের সপ্তাহের শেষে ছিল ২৮২ টাকা।
অপরদিকে কোম্পানিটির শেয়ার চাহিদার শীর্ষে চলে আসায় এক শ্রেণীর বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে পুরো সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪৮ লাখ ১১ হাজার টাকার। প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকা।
জেএমআই সিরিঞ্জের পরই গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল সোনালী আঁশ। এক সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি দাম বেড়েছে ২১ দশমিক ৯২ শতাংশ। এর পরই রয়েছে নতুন তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিল বিল্ডিং। কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৮ দশমিক ৬৬ শতাংশ। এর মাধ্যমে টানা তিন সপ্তাহ বাড়ল নতুন এই কোম্পানিটির শেয়ারের দাম।
ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্টলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচের জন্য পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করা ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার গত ২ ডিসেম্বর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। আইপিওতে ১০ টাকা করে বিক্রি হওয়া কোম্পানিটির শেয়ার দফায় দফায় বেড়ে ৪২ টাকা ৬০ পয়সায় উঠেছে।
চলতি বছরের ২৬ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়। ২ ডিসেম্বর শেয়ারবাজারে লেনদেন শুরুর আগেই কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হওয়া অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত জানায়।
গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে- এস এস স্টিলের ১৬ দশমিক ৭৮ শতাংশ, ওয়ালটনের ১৬ দশমিক শূন্য ৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১৪ দশমিক ৬৩ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ১৩ দশমিক ৯৪ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৫০ শতংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের ১১ দশমিক ৭২ শতাংশ এবং ইষ্টার্ণ লুব্রিকেন্টের ১০ দশমিক ৫০ শতাংশ দাম বেড়েছে।
Leave a Reply