মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেমিকের উপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নাছিমা আক্তার (২৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। নাছিমা শ্রীমঙ্গল রেলষ্টেশনের অবসরপ্রাপ্ত টিটি আব্দুল হকের মেয়ে।
- Advertisement -
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ময়না তদন্ত শেষে দাফনের জন্য লাশ তাদের গ্রামের বাড়ী জামালপুরে নিয়ে যাওয়া হয়। এর আগে গত সোমবার রাতে রেলওয়ে স্টাফ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাছিমা আক্তার।
এদিকে, আত্মহত্যার আগে নাছিমা তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটস দেয়, এতে লিখে আখলাকুল সাঈফের সাথে দীর্ঘ ৮ মাস তার প্রেমের সম্পর্ক থাকার পর এখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। একটাই ইস্যু, তার মা আমার ফ্যামিলির লোকজনের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমরা নিচু জাত তারা কোটিপতি এসব বলেছে। আমার ভাইয়ের বউকে অশালীন ভাষায় কথা বলেছে। তানমিনা, জুলফা, লিভা এদের সাথেও এবই কাজ করেছে। সে আমার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নিছে বিভিন্ন সমস্যা দেখিয়ে। এখন আমি এসব বলাতে সব অস্বীকার করে ফেসবুক আইডি, হোয়াটস এপ, ফোন নম্বর থেকে ব্লক করেছে।
Leave a Reply