সাভারের হেমায়েতপুর থেকে আনুমানিক ৬০০ লিটার চোলাই মদসহ এক আদিবাসী দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তেতুলঝোড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার দম্পতি হলেন- ভিশন চাকমা (২৮) ও ফেন্সি চাকমা (২৭)।
- Advertisement -
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে হেমায়েতপুরের নোয়াখালী পাড়া এলাকার একটি ভবনের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিভিন্ন পাত্রে রাখা ৬০০ লিটার মদ জব্দ করা হয়। এ সময় ফ্ল্যাট থেকে অবৈধ মদ প্রস্তুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আটক দম্পতি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থেকে চোলাই মদ তৈরি করে তা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল (২৩ ডিসেম্বর) দুপুরে তাদেরকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।
Leave a Reply