বক্সিং ডে’র ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, এভারটন। কিং পাওয়ার স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও লেস্টারের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া, নর্থ লন্ডন ডার্বিতে চেলসিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। নিউক্যাসলের সাথে ম্যানচেস্টার সিটির জয় ২-০ ব্যবধানে। এছাড়া, শেফিল্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠেছে এভারটন।
- Advertisement -
সাত ম্যাচ পর জয়ের স্বাদ। তাও আবার এমিরেটস স্টেডিয়ামে। বক্সিং ডের নর্থ লন্ডন ডার্বিতে।
পাঁচ মাস আগে ওয়েম্বলিতে এই চেলসিকে হারিয়ে এফএ কাপ জয়ের উৎসব করেছিল গানার্স। অবশেষে ব্লুদের হারিয়ে লিগ ম্যাচে জয়ে ফেরা, স্বস্তি মিকেল আর্তেতা ও তার শীষ্যদের। তবু, পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে আর্সেনাল। ১৯৮২ সালের পর এই ০২০ এ এসে টেবিলের এত নিচে থেকে ক্রিসমাস পালন করলো গানার্স।
৩৪ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে নেন আলেকজান্দ্রে লাকাজেত। আর গানার্স দেখেছে বড় ব্যবধানের স্বপ্ন।
৪৪ মিনিটে গ্রানিত শাকার গোলে তা-ই পূর্ণতা পেয়েছে। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আর্সেনাল।
৫৬ মিনিটে বুকাইয়ো সাকার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ৮৫ মিনিটে ট্যামি আব্রাহামের গোলে ব্যবধান কমায় চেলসি। পুরো ম্যাচে ৬০ শতাংশ বল দখলে রেখেও হার এড়াতে পারেনি টেবিলের সাতে থাকা চেলসি।
এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলে ওপরে উঠেছে ম্যানচেস্টার সিটি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে গার্দিওলা শিষ্যরা।
১৪ মিনিটে গুন্দোয়ানের গোলে লিড পায় সিটিজেনরা।
প্রথমার্ধের মতো বিরতির পরও ম্যান সিটির আধিপত্য। ম্যাচের ৫৫ মিনিটে ফেরেন তোরেসের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-০।
কিং পাওয়ার স্টেডিয়ামে দুই বার এগিয়ে গিয়েও জয়ের দেখা পাওয়া হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট টেবিলের পাশাপাশি দুই দলের লড়াইটাও হয়েছে সমানে সমান।
২৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে লিড পায় রেড ডেভিলস। ৮ মিনিটের মধ্যে দর্শনীয় গোলে স্বাগতিকদের সমতায় ফেরান হার্ভি বার্নস।
৭৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে আবারও এগিয়ে যায় ম্যান ইউ। তবে, ৮৫ মিনিটে অ্যাক্সেল টুয়ানজেবের আত্মঘাতী গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে ফেরা হয়নি রেড ডেভিলদের।
লেস্টার-ম্যান ইউ’র পয়েন্ট ভাগাভাগিতে টেবিলের দুইয়ে ওঠা সহজ হয়েছে এভারটনের। সিগুর্ডসনের একমাত্র গোলে শেফিল্ডের সাথে অ্যাওয়ে ম্যাচে জয় আর টেবিলের ভালো অবস্থান দুই-ই মিলেছে কার্লো আনচেলত্তি শীষ্যদের।
Leave a Reply