প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীর ঘরে আগুন দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে চাঁপুরের উত্তর বালিয়া গ্রামের যুবক মোহাম্মদ জোবেয়দ মাঝির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উত্যক্তের কারণে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ওই কিশোরির। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জোবায়েদ।
- Advertisement -
স্থানীয় বখাটেদের উত্যক্তের কারণে, দুই বছর আগে ৮ম শ্রেণির পাঠ চুকিয়ে বাড়িতে থাকছেন চাঁদপুর সদরের উত্তর বালিয়া গ্রামের ফারজানা আক্তার তুলি।
পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়ার পরও থামেনি বখাটেরা স্থানীয় জোবায়েদ মাঝির প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষাণ করায়, শনিবার মধ্যরাতে ঘরে আগুন দেয়া হয়। ঘটনার পর থেকে পলাতক জোবায়েদ মাঝি। তবে তার মায়ে দাবি, ষড়যন্ত্র করে ছেলেকে ফাঁসানো হচ্ছে।
আগুনের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন, তুলির পারিবার। পুলিশ বলছে, তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান স্থানীয়রাও।
Leave a Reply