এমপি লিটন হত্যার ৪ বছর; জড়িতদের ফাঁসির রায় কার্যকরের দাবি ভোরের ডাক ডেস্ক :গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডের চার বছর আজ। তার হত্যায় দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর হয়নি এখনো। দ্রুত রায় কার্যকরের দাবি স্বজন ও এলাকাবাসীর।
- Advertisement -
২০১৬ সালের ৩১ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের মাস্টার পাড়ায় নিজ বাড়িতে গুলিতে নিহত হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দিতেই হত্যার পরিকল্পনা করেন সাবেক এমপি কাদের খান।
মৃত্যুবার্ষিকীতে সাধারণ মানুষের সময়ে-অসময়ে পাশে দাঁড়ানো সেই মানুষটিকেই স্মরণ করছেন।
স্বামীর অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়ন করতে চান লিটনের স্ত্রী। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি বলেন,’হত্যার রায় যতদ্রুত কার্যকর করা হবে তত দ্রুত আমরা শান্তি পাবো। তার আত্মাও শান্তি পাবে।’
২০১৯ সালের ২৮ নভেম্বর মৃত্যুদণ্ডের রায়ের বিপক্ষে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও তা শুনানির অপেক্ষায় রয়েছে। বিচারিক আদালতের রায় বহাল থাকবে বলেই মনে করছেন রাষ্ট্রপক্ষের কৌঁশুলি।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম শফিক বলেন,’তাড়াতাড়ি এই শুনানি হবে। এই শুনানির পর ফাঁসির রায় কার্যকর থাকবে।’
নির্মম হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মঞ্জুরুল ইসলাম লিটনের অভাববোধ করেন এলাকাবাসী।
Leave a Reply