নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ড ও এসি বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি। চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে।
তবে, চার্জশিট থেকে সাময়িক বাদ দেয়া হয়েছে তিতাসের অভিযুক্ত আট কর্মকর্তা-কর্মচারীকে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরে সম্পূরক চার্জশিট দেয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল। তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বিধিনিষেধ থাকায় তিতাসের আট কর্মকর্তা-কর্মচারিকে আপাতত চার্জশিটে রাখা না হলেও তাদেরকে মামলায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট দফতরের অনুমোদন পেলেই তাদেরকে আসামি হিসেবে চার্জশিটে সম্পৃক্ত করা হবে।
৪ সেপ্টেম্বর রাতে এশা’র নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড ও এসি বিস্ফোরণের ঘটনা হয়। এতে, প্রাণহানি হয় ৩৪ জনের।
Leave a Reply