ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিল টপার লিভারপুলকে ছুঁয়ে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
- Advertisement -
হোম ম্যাচে মাঝ মাঠ নিয়ন্ত্রণে নিয়েই খেলার চেষ্টা করে ম্যনইউ। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার রক্ষণ ভাঙ্গার আক্রমণে সফলতা আসে ম্যাচের ৪০ মিনিটে। অঁতনি মার্সিয়ালের গোলে লিড নেয় উলে গুনার সুলশারের দল। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে অ্যাস্টন ভিলা। বিরতির পর ম্যাচে সমতা আনে দলটি। লক্ষ্যভেদ করেন বারট্রান্ড ট্রাউরে। জমে ওঠে ম্যাচ।
আগের দুই ম্যাচে লিগলিডার লিভারপুল ড্র করায় এ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে তাদের ধরে ফেলার সুযোগ থাকবে ম্যানইউর। ব্যবধান বাড়ানো সুযোগ আসে ৬১ মিনিটে। পল পগবাকে ফাউল করেন ডগলাস লুইস। পেনাল্টির স্পটকিকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন ফার্নান্দেস। কঠিন লড়াইয়ে লিড ধরে রেখে ম্যাচ জিতে নেয় রেড ডেভিলসরা।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে ম্যানইউ।
Leave a Reply