দক্ষিণ সুরমায় নদীর পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার চাঁদনীঘাট আবাসিক এলাকার একটি সিমেন্টের গুদামঘরের পেছনে সুরমা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। দক্ষিণ সুরমা থানার এস.আই মো. নূরে আলম সিদ্দিক জানান, লাশটি সাদা রংয়ের ছায়া ও ছাপা রংয়ের লুঙ্গি দ্বারা পেঁচানো অবস্থায় ছিলো ।
- Advertisement -
বর্তমানে নবজাতকের লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। এ ঘটনায় গতকালই দক্ষিণ সুরমা থানার একটি অপমৃত্যু মামলা (নম্বর ১) হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।
Leave a Reply