চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমতিয়াজ (৮) নামে এক শিশুর ওপর নির্যাতন চালিয়েছেন ওই এলাকার জকির নামে এক যুবক। এতে শিশুটির শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত জাকির। রোববার (৩ জানুয়ারি) এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জকিরসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৮ বছরের শিশু ইমতিয়াজ একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এ সময় পেছন থেকে জাকির নামে এক যুবক তাকে তুলে সজোরে আছাড় মারে। এরপর চড়-থাপ্পড় দিতে থাকলে কোনো রকম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পেছন থেকে তাকে আবারও লাথি মারা হয়।
স্থানীয়রা জানান, গত বুধবার (৩০ ডিসেম্বর) কর্ণফুলী এলাকায় দুই শিশুর ঝগড়া নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে শিশু ইমতিয়াজকে অমানুষিক নির্যাতন করে জাকির। অভিযুক্ত জাকির স্থানীয় একটি ছাপাখানার কর্মচারী। তাকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেছে ইমতিয়াজের পরিবার।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, শিশু নির্যাতনের ঘটনায় জড়িত জকিরকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। ঘটনার পর থেকেই আসামি পলাতক।
Leave a Reply