ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজে নেই মাশরাফি মর্তুজা। এ নিয়ে মন খারাপ ভক্তদের। অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মুন্ডুপাতও করছেন। তবে এই পেসার কী ভাবছেন? অভিমান করে কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিবেন? এসবের কিছুই না। জানালেন, যেখানেই সুযোগ পাবেন, আরও কয়েকটা বছর খেলে যাবেন।
প্রায়ই মাশরাফির ফিটনেস নিয়ে কথা উঠে। নিন্দুকেরা খোঁচা দেয় এই বলে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিট নন তিনি। এসব কথার জবাব দিলেন সাবেক অধিনায়ক নিজেই, ‘জানতাম ফিটনেস নিয়ে কথা উঠবে। তাই সব সময় নিজের মতো করে ফিট থাকার চেষ্টা করি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগেও ফিটনেস টেস্টে পাস করেছি। আমি আমার ক্রিকেট নিয়ে খুশি। এ জন্যই আরও কয়েকটা বছর যেখানে সুযোগ পাই খেলে যাবো‘
মাশরাফি জানালেন, যেদিন অবসরে যাবেন তারপর থেকে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যাবে না তাকে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনো দেখা যাবে কিনা সেটা নির্বাচকদের বিষয়। আমি যেদিন অবসর নিবো, সেদিনের পর থেকে কোনো পর্যায়েই খেলবো না। আমার বয়স এখন ৩৭। সব কিছুরই একটা শেষ আছে। একদিন ক্রিকেট ছাড়তে হবে। সময় এলে নিজেই ছেড়ে দিবো।
সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের নেতৃত্ব ছাড়েন মাশরাফি। এর আগে ২০১৪ সালে ক্রান্তিকালে দায়িত্ব পেয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে থাকছেন না। খারাপ লাগছে কি? উত্তরে কোনো আবেগের আশ্রয় নিলেন না এই পেসার, ‘না, খারাপ লাগছে না। আমি এটা পেশাদার দৃষ্টিকোণ থেকে নিয়েছি। সবকিছুরই শেষ আছে। নিশ্চয় কোনো বিশেষ ভাবনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন না যে হুট করেই হলো।
খেলাধুলা ডেস্ক
Leave a Reply