কথা কাটাকাটির জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
- Advertisement -
গত বুধবার (৬ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত বজলু রহমানের ছেলে মধু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরার পর স্ত্রী তানজিলার সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী মধুর।এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। জানা যায়, দাম্পত জীবনে তাদের ২ ছেলে রয়েছে। মধু পেশায় একজন কৃষক।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
Leave a Reply