রাজধানীর কাকরাইলে মা-ছেলে খুনের মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ১৭ জানুয়ারি মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন। আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
- Advertisement -
তিনি বলেন, মা-ছেলে খুনের মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে এই মামলার তিন আসামির সর্বোচ্চ সাজা ফাঁসি চাওয়া হয়েছে। আদালত রায় ঘোষণার জন্য ১৭ জানুয়ারি তারিখ রেখেছে। মামলার নথিপত্রের তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের নিজ বাসায় শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুল করিম ওরফে শাওন খুন হন। এই খুনের ঘটনায় পুলিশ তদন্ত করে শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, আবদুল করিমের তৃতীয় স্ত্রী শারমিন আক্তার ও শারমিনের ভাই আল আমিন ওরফে জনির বিরুদ্ধে ২০১৮ সালের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেয়। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি আল আমিন ও তার বোন শারমিন।
পুলিশের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, আসামি আল আমিন কাকরাইলের বাসায় ঢুকে শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুলকে কুপিয়ে হত্যা করে।
Leave a Reply