কক্সবাজার শহরে এক সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পথচারীরা। গতকাল সোমবার ভোরে লাশটি নিয়ে কুকুরে টানাটানি করছিল। পথচারী রেজাউল করিম বলেন, ‘ভোরে হাঁটতে বের হয়ে দেখি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর কী একটা নিয়ে টানাটানি করছে। দূর থেকে শিশুর মতো মনে হলে কাছে গিয়ে দেখি নবজাতককে নিয়ে কুকুরে টানাটানি করছে। এছাড়া নবজাতকের পাশে একটি কাগজের বাক্স রয়েছে।
- Advertisement -
তিনি আরো বলেন, ‘হয়ত কেউ রাতে অথবা ভোরে কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি রাস্তার পাশে ফেলে দিয়েছে। পরে আমরা কয়েকজন মিলে নবজাতকের লাশটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দিই।’ কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আবদুর রহমান জানান, পথচারীরা নবজাতকের লাশটি হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
Leave a Reply