স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়াই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠলো বার্সেলোনা। সেমিফাইনালের লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদকে টাইব্রেকারে হারায় কাতালানরা। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি আর ফুলহ্যামের বিপক্ষে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার।
- Advertisement -
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদা, তবে বার্সালোনা অধিনায়ক লিয়োনেল মেসি নেই একদশে, বড় কোনো ইনজুরির খবর না থাকলেও সাম্প্রতিক সময়ে কিছু ছোট ছোট চোটের কারণে মাঠে নামেননি বার্সা ক্যাপ্টেন।
সোসিয়েদাদের মাঠে সার্জিয়ো রবার্ত, আনসু ফাতি কৌতিনিয়ো আর পিকেকে ইনজুরির খাতায় রেখেই ৪-২-৩-১ এর ফরমেশন সাজান বার্সা বস কোম্যান। প্রথমার্ধেই গোলের দেখা পায় গেস্টরা। ৩৯ মিনিটে গ্রিজম্যানের অ্যাসিস্টে জাল কাপান ডি ইয়ং, ১-০ তে এগিয়ে যায় কাতালানরা।
৫১ মিনিটে পেনাল্টি পায় রিয়াল সোসিয়েদাদ, নিজেদের বক্সে কুনুইয়ে বল লাগিয়ে দলকে মাশুল গোনালেন ডি ইয়ং, স্পট কিকে জাল কাপালেন মিকেলো ইয়ারতাবা।
Leave a Reply