১৯৫৩ সালের পর প্রথম কোনো নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আমেরিকায়। লিসা মন্টগোমারি নামে ৫২ বছরের ওই নারী ২০০৭ সালেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ববি জো স্টিননেট নামে আট মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে তিনি খুন করেছেন।
লিসার আইনজীবীদের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। তাই লিসার মৃত্যুদণ্ড রদ করা হোক। কিন্তু শেষপর্যন্ত স্থানীয় সময় বুধবার রাত দেড়টায় প্রাণঘাতী ইঞ্জেকশন দিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তাকে।
মৃত্যুদণ্ডের আগে লিসার মাস্ক খুলে এক নারী তাকে জিজ্ঞেস করেন, সে কিছু বলতে চায় কিনা। মৃত্যুর সামনে স্থির, থমথমে কণ্ঠস্বরে লিজা কোনো মতে বলতে পারে, ‘‘না।’’ শেষ সময়ে অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছিল সে।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়া টাইব্রেকারে গড়ায় ম্যাচ, ডিরেক্ট শুটে ৩-২ এর জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
ইপিএলে ইতিহাদে ম্যানসিটির গেস্ট ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। শুরু থেকেই ডমিনেটিং মুডে সিটিজেনরা, ১৪ আর ৪১ মিনিটে কেভিন ডি ব্রুইনার প্রচেষ্টা আলোর মুখ না দেখলেও আধিপত্য ফুটে উঠছিলো গার্দিওয়ালার দলের।
৪১ মিনিটে স্বস্তির বাতাস হোস্ট শিবিরে, ডি ব্রুইনার অ্যাসিস্টে ফিলিপ ফোডেনের ফিনিশিং টাচ, গোল পেলো ম্যানসিটি, তবে ব্যবধান আর বাড়েনি, স্বাগতিকদের জয় ঐ ১-০ গোলের।
ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পাররে অতিথি ফুলহ্যাম, গেস্টদের আক্রমন ঠেকিয়ে কাউন্টারে হানা দেয়ার মিশন হোসে মরিনহোর ছেলেদের, ২৫ মিনিটেই আসে ফল, স্কোর শিটে নাম তোলেন হ্যারিকেইন, তবে হোস্টদের লিডের বিপরিতে ম্যাচে সমতা ফেরায় ৭৪ মিনিটে কাভালিয়োরের গোলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে টটেনহ্যাম।
Leave a Reply