স্পোর্টস ডেস্ক : ৮ গোলের অবিশ্বাস্য এক ম্যাচ দেখলো ফুটবল প্রেমিরা। বুধবার রাতে গ্রানাডার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ৮৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল মেসি-গ্রিজমানরা। কি সময়ে ২ গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। এরপর অতিরিক্ত সময়ে তিন গোল করে ৫-৩ ব্যবধানে গ্রানাডাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ৮ গোলের অবিশ্বাস্য এক ম্যাচ বলা যেতেই পারে।
ম্যাচের প্রথম সাত মিনিটে ভালো দুটি সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি বার্সেলোনা। অন্যদিকে সামুয়েল উমতিতির ভুলে ম্যাচের ৩৩ মিনিটে নিজেদের ঘরের মাঠে কেনেডির গোলে এগিয়ে যায় গ্রানাডা। বিরতির পর ৪৭ মিনিটে রবার্তো সোলদাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ৮৮ আঁতোয়ান গ্রিজমান গোল করে ব্যবধান কমান। আর যোগ করা সময়ে গোল করে বার্সাকে সমতা ফেরান জর্ডি আলবা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১০০তম মিনিটে গ্রিজমানের গোলে এগিয়ে বার্সা। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১০২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান গ্রানাডার ফেদে ভিকো । ১০৮ মিনিটের মাথায় ফ্রাঙ্কি ডি ইয়ং গোল করে আবার বার্সেলোনাকে এগিয়ে নেন। আর ১১৩ মিনিটে জর্ডি আলবার গোলে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে মেসিরা।
Leave a Reply