সিলেটে বেড়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুহিবুর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গেলো বুধবার বিকেলে নগরীর লালবাজারের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
পরে রাত নয়টার দিকে বন্দরবাজার থেকে অভিযুক্ত যুবক মুহিবুরকে আটক করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাধীন উদয়পুর গ্রামের আবুল কাসেমের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সহকারী কমিশনার ( এসি) মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী বলেন, আটক মুহিবুর একজন নির্মাণ শ্রমিক। তিনি নগরীর কাজীটুলা এলাকার ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।
গেলো বুধবার কিশোরীকে বেড়াতে যাওয়ার কথা বলে সিলেট নগরীর লালবাজারস্থ একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর পরিবার গেলো বুধবার সন্ধ্যায় পুলিশকে অবহিত করলে রাত নয়টার দিকে বন্দরবাজার এলাকা থেককে তাকে আটক করে পুলিশ। প্রাথমিকভাবে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন।
Leave a Reply