সিলেটের শাহপরান বিআইডিসি এলাকায় সৎ মা ও ভাই-বোনকে খুনের চাঞ্চল্যাকর ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি করা হয়েছে নিহত রুবিয়া বেগমের সৎ ছেলে আবাব হোসেন ও আবাবের মা সুলতানা বেগম রুমিকে।
শুক্রবার রাতে নিহত রুবিয়া বেগমের ভাই আনোয়ার হোসাইন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে শাহপরাণ (র.) থানায় এ মামলা করেন। শাহপরান (র.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আবাবকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজেহারে উল্লেখ করা হয়, বিয়ানীবাজার উপজেলার আটঘরী গ্রামের আবদাল হোসেন খান বুলবুলের দ্বিতীয় স্ত্রী রুবিয়া বেগম শাহপরাণ বিআইডিসি এলাকার মীর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বুলবুলের প্রথম স্ত্রী সুলতানা বেগম রুমি বসবাস করছিলেন বিয়ানীবাজারে। প্রায় ৬ মাস আগে বুলবুলের মুদির দোকানে সহযোগীতার জন্য ছেলে আবাব হোসেনকে মীর মহল্লার ভাড়া বাসায় নিয়ে আসা হয়। এরপর থেকেই আবাব সৎ মা ও ভাইবোনকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রুবিয়া বেগম শিশুকন্যা মাহা ও ছেলে তাহসানকে নিয়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে ঘাতক আবাব ঘরে প্রবেশ করে ছুরি ও খুন্তি দিয়ে তাদের উপর্যুপরী আঘাত করে বিছানায় আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে খবর দেয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবিয়া ও মাহাকে মৃত ঘোষণা করেন। পরে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু তাহসান মারা যায়।
Leave a Reply