দেখে বোঝার উপায় নেই প্রায় এক দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বিরেন্দর শেবাগ। গতকাল ভারতের রায়পুরের শহীদ বীর নারায়ণ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের উদ্বোধনী ম্যাচে খেললেন ঝড়ো ইনিংস। তাতে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজয়বরণ করল বাংলাদেশ লিজেন্ডস।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের সাবেকরা। নাজিমুদ্দিনের কল্যাণে শুরুটা হয় দুর্দান্ত। তবে যুবরাজ সিংয়ের শিকার হয়ে ৩৩ বলে ৪৯ করে এই ডানহাতি ফিরে গেলে ধ্বস নামে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ আসে জাভেদ ওমর বেলিমের ব্যাট থেকে। সেই সাথে ১৯.৪ ওভারে ১০৯ রানেই অলআউট হয় মোহাম্মদ রফিকের দল। ভারতের হয়ে যুবরাজ, প্রজ্ঞান ওঝা এবং বিনয় কুমারের শিকার সমান দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে মাত্র ১০ ওভারে কোনো উইকেট না হারিয়েই খেলা শেষ করে ভারত। ১০ চার এবং ৫ ছক্কায় ৩৫ বলে ৮০ রান করেন শেবাগ। এছাড়া কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ব্যাট থেকে আসে ৩৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ লিজেন্ডস: ১০৯/১০ (ওভার ১৯.৪)
নাজিমউদ্দিন ৪৯, জাভেদ ১২, রাজিন ১২
ওঝা ২/১২, যুবরাজ ২/১৫
ভারত লিজেন্ডস: ১১৪/০ (ওভার ১০.১)
শেবাগ ৮০, শচীন ৩৩
আলমগীর ০/২৫
Leave a Reply