দুই দেশের মধ্যে বিদ্যমান ৮টি ইস্যুতে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক। এক বছরেরও বেশি সময় পর আজ এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন। অন্যদিকে, ভারতের পক্ষে থাকবেন সে দেশের বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ধাওয়ান।
এর আগে গত বছরের (২০২০ সাল) ১৫-১৬ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ-ভারত বাণিজ্য বিষয়ে গঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৩তম সভা। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল লতিফ বকসী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে উভয় দেশের বাণিজ্য সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়, বাণিজ্য সচিব পর্যায়ের এ বৈঠকের লক্ষ্য হলো বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্যের ক্ষেত্রে বাধা দূরীকরণ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি।
Leave a Reply