জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবু এবং অস্ট্রেলিয়ার এইচপি দলের কোচ অ্যান্ডি কটামকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। আপাতত ভিসা জটিলতায় আসতে কিছুটা বিলম্ব হচ্ছে তাইবুর। তবে আগামী সপ্তাহেই ঢাকায় এসে চুক্তি স্বাক্ষর করার কথা তার। অস্ট্রেলিয়ান অ্যান্ডি কটামের আসার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
দুজনের সঙ্গেই বিকেএসপির যোগাযোগ হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান। গতকাল তিনি বলেছেন, ‘শুধু তাইবু নয়, আমরা দুজনের সঙ্গেই যোগাযোগ করেছি। আরেক জন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ডি কটাম। তাইবুর সঙ্গে তিনিও আসবেন। তাইবুর সঙ্গে আমাদের ইমেইলে কথা হয়েছিল। তার সঙ্গে সব ঠিকঠাক হয়েছে। বাংলাদেশে এসে আনুষ্ঠানিক চুক্তি সই করবে সে। কটাম কবে নাগাদ আসবে তা নিশ্চিত করতে পারছি না।’
Leave a Reply