প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সমস্ত ধরনের স্বাস্থ্যসেবা, টিকা কার্যক্রমসহ চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে। চোখের চিকিৎসায় ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী জানান, অন্যসব ক্ষেত্রের মত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়ে বিএনপি-জামাত জোট মানুষের স্বাস্থ্য সেবাও বাধাগ্রস্ত করেছিলো। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি ২০ জেলায় ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সেন্টারগুলোর মাধ্যমে দেশের এক তৃতীয়াংশ মানুষ বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসার আওতায় এলো। উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার একটি পর্যায় অর্জিত হয়েছে বলেও জানান শেখ হাসিনা। তিনি জানান, ৭৫ পরবর্তী জাতির পিতার খুনি ও স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের সব চেতনা নস্যাৎ করে দিয়ছিলো।
Leave a Reply