ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সফিক ম্যানশনে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মা মেহেরুন্নেছা লিপি (৩৮) ও মেয়ে হাফসা ইসলাম (১৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মেয়ে হাফসা ইসলাম রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটের আউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত বুধবার দুপুরে মারা যান মেহেরুন্নেছা লিপি। এই ঘটনায় অগ্নিদগ্ধ বড় মেয়ে ফারহা ইসলামকে হাসপাতাল থেকে আত্মীয়ের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে।
লিপি ও হাফসা ইসলামকে বার্ন ইউনিট থেকে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য ঢাকা হতে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট চত্তরিয়া গ্রামে নেওয়া হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। লিপি মিরসরাই উপজেলার করেরহাটের বাসিন্দা আবুধাবী প্রবাসী মাহফুজের স্ত্রী। গত ৫ মার্চ রাতে ফেনীর হলি ক্রিসেন্ট স্কুলের পাশে সফিক ম্যানশনের পঞ্চম তলায় লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ হন।
পরের দিন শনিবার মা ও ছোট মেয়েকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
Leave a Reply