ঘরে বসেই যেন ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যায়, সেজন্য সম্প্রতি অটোমেশন পদ্ধতি চালু করেছে সরকার। এর অংশ হিসেবেই নরসিংদীতে চালু হয়েছে ডিজিটাল রেকর্ডরুম। জনগণের দোঁরগোড়ায় সেবা পৌঁছে দিতে তৈরি করা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম, অ্যাপস এবং ওয়েবসাইট। ফলে ঘরে বসেই জমির খতিয়ান, পর্চাসহ বিভিন্ন তথ্যাদি পাচ্ছেন সেবা গ্রহীতারা। আপাততসদর উপজেলায় মিলছে এই সেবা।
নরসিংদী জেলার আয়তন প্রায় ৩ হাজার ৩৬১ বর্গ কিলোমিটার। জেলার ২ লাখ ৭৫ হাজার ৩শ’ ৩৩ একর ভূমির জন্য ৬শ’ ২৪টি মৌজা ভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে নরসিংদীর ভূমি বিভাগ। বিশাল এ ভূমি ব্যবস্থাপনার ক্ষেত্রে সেবাপ্রাপ্তি আরো সহজ ও হয়রানিমুক্ত করতে দেশের অন্য ২১টি জেলার মতো নরসিংদীতেও চালু হয়েছে ডিজিটাল রেকর্ডরুম। আপাতত সদর উপজেলায় মিলছে এই সেবা।
এর ফলে অনলাইনে আবেদন এবং অনলাইনে ফি দেয়ার মাধ্যমে নির্ধারিত সময় ও স্থান থেকে খতিয়ানের সার্টিফায়েড কপি পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য অনেক সেবাও ঘরে বসেই মিলছে। স্বস্তিতে সেবা গ্রহীতারা।
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ভূমি সংক্রান্ত কাজে হয়রানি এবং দালালের দৌরাত্ম অনেকটাই কমে গেছে।
জেলা প্রশাসক জানালেন, এখন শুধু সদর উপজেল তে হলেও, নরসিংদীর প্রতিটি উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুমকে শিগগিরই ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।
ভূমি অফিসে হয়রানি বন্ধে ডিজিটাল রেকর্ডরুম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা নরসিংদীবাসীর।
Leave a Reply