ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে মাকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ তুলেছে পরিবার। এ ঘটনায় তার ছেলে মাসুদ মিয়াকে (২৫) রোববার সন্ধ্যায় আটক করেছে পুলিশ।
রোববার বিকেল চারটার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে। মাসুদ ওই গ্রামের মৃত সাদেক মিয়া ও সায়েরা বেগমের ছেলে। গুরুতর আহত সায়েরা বেগমকে (৪৫) উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে। রোববার বিকেলে মাদকাসক্ত মাসুদ মাদক কেনার জন্য তার মা সায়েরা বেগমের কাছে টাকা চান। কিন্তু সায়েরা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এনিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। সায়েরা বেগম একপর্যায়ে রেগে মাসুদকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। মাসুদ তখন রাগান্বিত হয়ে সায়েরা বেগমকে মারধর শুরু করে।
পরে মাসুদ ঘরে থাকা একটি বঁটি বের করে তার মায়ের পেটের বাম দিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিৎকার শুনে স্বজনসহ স্থানীয়রা এগিয়ে এসে সায়েরাকে উদ্ধার করে এবং মাসুদকে আটক করে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাসুদকে থানায় নিয়ে যায়।
আহত সায়েরা বেগম জানান, ছেলে মাসুদ মিয়া সকাল থেকেই মাদকের টাকার জন্য উৎপাত শুরু করে। হাতে টাকা নেই, কোথা থেকে টাকা দিব বললে ঘরের কাপড়-চোপড়ে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। বিকেলে টাকা দিতে না পারায় পরে এক পর্যায়ে বঁটি দিয়ে পেটে কোপ দিয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, মাদকাসক্ত মাসুদ মাদকের টাকার জন্য তার মাকে বঁটি দিয়ে কুপিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply