নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার ৭ বছর আজ। এবার অপেক্ষা আপিল নিষ্পত্তির। নিয়মানুযায়ী আপিল বিভাগে এখন ২০১৭ সালের ডেথ রেফারেন্স মামলার শুনানি চলছে। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলছেন, আদালত স্বাভাবিক হলে তারা দ্রুত শুনানির আবেদন করবেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লিংক রোড থেকে অপহৃত হলেন কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন। এর ৩ দিন পর একে একে ৭ জনের মৃতদেহ ভেসে ওঠে শীতলক্ষা নদীতে। যে ঘটনা আলোড়ন তোলে সারা দেশে।
নিম্ন আদালত এ মামলায় র্যাবের সাবেক অধিনায়ক তারেক সাঈদ, কাউন্সিলর নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ২০১৭ সালের আগস্টে তারেক সাঈদ, এমএম রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সাজা কমে যাবজ্জীবন হয় ১১ জনের। এ মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামীরা আপিল করেছেন। আপিল করেছে রাষ্ট্রপক্ষও। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, নিয়মিত আদালত খোলা হলে তারা এ মামলা দ্রুত শুনানির আবেদন করবেন।
আসামীপক্ষের আইনজীবী বলছেন শুনানির জন্য তারাও প্রস্তুত আছেন। আশা করছেন আপিলে তারা আসামীরা খালাস পাবেন।
আপিল বিভাগে নিষ্পত্তির পর শুধু রিভিউয়ের সবশেষ সুযোগ পাবেন আসামীরা। এর পর ফাঁসি বহাল থাকলে তা কার্যকরে আর কোন বাধা থাকবে না।
Leave a Reply