চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় গাড়ির যন্ত্রাংশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠা গলি নবাব কমিনিউটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক জানে আলম। তিনি বলেন, ‘দেওয়ানহাটের মিঠাগলিতে একটি গোডাউনে আগুনের খবর পেয়ে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিসের গোডাউন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলেও জানান তিনি।
Leave a Reply