আলোচিত সংবাদঃ বর্ষার রূপ উপভোগের চেয়ে রাস্তায় জমে থাকা বৃষ্টিজলে নাকাল হতে হবে, এটা রাজধানীবাসীর ফি বছরের আতঙ্ক। ব্যতিক্রম হয়নি এবারও। জুনের প্রথম দিনই ৮৫ মিলিমিটার বৃষ্টিতে তলিয়েছে ঢাকার অনেক রাস্তা; অথচ বর্ষা ঋতু আসতে বাকি আরও কয়েকদিন।
জলজটের ভোগান্তি যে সহসাই কাটবে না, তা নগরবিদ আর ঢাকার দুই মেয়রের কথাতেও স্পষ্ট হয়েছে।
ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার জন্য সেবাসংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করা হচ্ছিল। সেজন্য রাজধানীর বৃষ্টির পানি সরানোর দায়িত্ব ওয়াসার কাছ থেকে দেওয়া হয়েছে দুই সিটি করপোরেশনকে।
গত বছরের ৩১ ডিসেম্বর সমঝোতার পর এ বছর ৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পানি নিষ্কাশনের দায়িত্ব দুই সিটি করপোরেশনের হাতে তুলে দেয় ঢাকা ওয়াসা।
এখন ঢাকার খাল ও ৩৬০ কিলোমিটার ড্রেনেজ সিস্টেম দুই সিটি করপোরেশনের কাছে। এর আগে থেকেই ২৩০০ কিলোমিটার ড্রেনেজ সিটি করপোরেশনের হাতে।
শনিবার সকালের বৃষ্টিতে ঢাকার মিরপুরের কাজীপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে অফিসগামীরা। ছবি: আসিফ মাহমুদ অভিশনিবার সকালের বৃষ্টিতে ঢাকার মিরপুরের কাজীপাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে অফিসগামীরা। ছবি: আসিফ মাহমুদ অভিকবে মিলবে মুক্তি?
সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পাঁচ মাসেই রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থায় রাতারাতি উন্নতি ঘটবে এমনটা আশা করা যায় না। তবে কতদিন লাগবে এ থেকে মুক্তি পেতে এমন প্রশ্নে ঢাকার দুই মেয়র বলছেন, ফল পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, দীর্ঘ সময় নিয়ে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহরে জলজট থেকে আশু মুক্তির কোনো সম্ভাবনা নেই। এজন্য সামনে আসা অনেক চ্যালেঞ্জ সামলাতে হবে দুই মেয়রকে।
গত ১ জুনের বৃষ্টিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর ১০ নম্বর, কাজীপাড়া, মিরপুর ১৩ নম্বর, মিরপুর ১ নম্বর, পীরেরবাগ, বনানীর কিছু অংশ, মহাখালীর চেয়ারম্যানবাড়ি, উত্তরার কয়েকটি সড়কে পানি জমে। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ধানমণ্ডি, তেজতুরীবাজার, গ্রিনরোড, কাজী আলাউদ্দিন রোড, মালিবাগসহ কয়েকটি এলাকার রাস্তায় পানিতে তলিয়ে যায়।
ঢাকায় শনিবার দুপুরের হঠাৎ ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় গ্রিন রোড এলাকায়। ছবি: আসিফ মাহমুদ অভিঢাকায় শনিবার দুপুরের হঠাৎ ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় গ্রিন রোড এলাকায়। ছবি: আসিফ মাহমুদ অভি‘পরিকল্পিতভাবে’ ঢাকার ‘অপরিকল্পিত নগরী’ হয়ে ওঠাই জলাবদ্ধতার কারণ মনে করেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।
জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে স্থায়ী নগরবাসীকে আরও অন্তত দুই বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
কার্তিক ঘোষ। মিরপুর ঢাকা।
Leave a Reply