ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বিতরণ করেন এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘর মিথ্যা তথ্য দিয়ে কেউ নিলে বা বরাদ্দ করলে অথবা বিক্রি করলে তা ভয়ানক শাস্তি হবে।
গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩৫৯ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেওয়া অংশ হিসেবে লালমোহনেও ২০টি ঘরের চাবি তুলে দেন এমপি শাওন।
এমপি শাওন এসময় আলোচিত সংবাদের প্রতিনিধি মইনুল হোসেন সুজাতকে জানায়, লালমোহন তজুমদ্দিন এর একটি মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় সামনে আরো ভালো কিছু আসছে।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সব সময়ই দেশের জনগনের কল্যানে নিবেদিত প্রাণ। রবিবার সকালে উপজেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে।
আলোচিত সংবাদ। ভোলা লালমোহন প্রতিনিধি।
Leave a Reply