পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বালু উত্তোলন বন্ধ না হলে আমরা যত প্রকল্প করি না কেন তা কাজে আসবে না, এমনকি লোহার বাঁধেও ভাঙন বন্ধ হবে না।
সোমবার (১ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুরে কুলকান্দি হার্ডপয়েন্ট বাঁধের ভাঙন অংশ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাজে একটু ধৈর্য ধরতে হয়। এক বছর ফিজিবিটি স্টাডি করতে লাগে, কারণ বাঁধ টেকসই করতে হলে শুষ্ক ও বর্ষা সব মৌসুম তা পর্যবেক্ষণ করে দেখতে হয়।
এসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান, সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাসচিব ফজলুর রশিদসহ আরও অনেকে।
জানা যায়, ৯০ কোটি টাকা ব্যয়ে যমুনার ভাঙন প্রতিরোধে উপজেলার কুলকান্দি হার্ডপয়েন্ট থেকে গুঠাইল হার্ডপয়েন্টের আড়াই হাজার মিটার বাঁধ নির্মাণ করা হয়েছে এবং ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হয়। কিন্তু হঠাৎ এই এলাকার ৯০ মিটার বাঁধ ধসে যায়। এতে হুমকির মুখে পড়ে নদী তীরবর্তী এলাকায় বসবাস করা হাজার হাজার গ্রামবাসী।
Leave a Reply