ঘরের মাঠে ব্যর্থতার পর বিশ্বমঞ্চেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এবার শোনা যাচ্ছে, আসন্ন পাকিস্তান সিরিজে টাইগার স্কোয়াডে নাও থাকতে পারেন তিনি। তবে ফর্মহীনতায় হয়ত এবার জায়গা হারাতে চলেছেন মুশফিক। দ্বিপাক্ষিক সিরিজটি সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত দুই দলই। বিশ্বকাপ ভরাডুবি শেষে উত্তরণের জন্য পাকিস্তান সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ।
তবে একটা বিষয় বেশ অবাক করেছে সবাইকে। আর সেটি হলো, টাইগার অনুশীলনে নেই মুশফিক। আর এরপরই গুঞ্জন চলছে, এ সিরিজে মাঠে দেখা যাবে না মুশিকে।
এদিকে, রোববার (১৪ নভেম্বর) মুশফিক মিরপুরে ফিরলেও দল থেকে আলাদা হয়ে একা একাই অনুশীলন করেন। এমনকি অন্য ক্রিকেটাররা মাঠে প্রবেশের আগেই তিনি অনুশীলন শেষ করে চলে যান। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারায় মুশফিককে আসন্ন পাক টি-টোয়েন্টি সিরিজে নাও দেখা যেতে পারে। আর তাই ধরে নেওয়াই যায়, হয়ত বাদই পড়ছেন তিনি।
Leave a Reply