ভালোবাসার মানুষ ও জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে বেশ সতর্ক থাকেন আধুনিককালের মেয়েরা। বিশ্বাস, আস্থা, আর্থিক স্বাবলম্বী নানা দিক বিবেচনায় নিয়ে থাকেন সঙ্গী নির্বাচনে। এক সমীক্ষায় বলা হয়েছে, ভালোবাসার মানুষ ও জীবনসঙ্গী হিসেবে সাংবাদিকরাই সেরা। কেননা তারা বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন তৈরি করতে গিয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক দক্ষতা সম্পর্কে জ্ঞান লাভ করে। যা পরবর্তীতে সংসার জীবনে কাজে লাগানোয় স্ত্রীর প্রতি যত্নশীল আচরণ এবং কঠিন সময়ে একসাথে এগিয়ে যাওয়ার অনুপ্রাণিত করে থাকে।
যা অন্য পেশার জামাইদের মাঝে থাকে না বলেই সংসার বিচ্ছেদ ও স্ত্রীর প্রতি নির্যাতনের মাত্রা বেশি দেখা যায়। সাংবাদিকতার পেশায় সম্মান থাকলেও পারিশ্রমিক অন্য পেশার তুলনায় কিছুটা কম। তবুও শুধু ভালোবাসা আর নেশার তাগিদেই অনেকে এই পেশা বেছে নেন। টাকার চেয়ে তাদের কাছে সম্মান অনেক বড়।
সমীক্ষা বলছে, অন্য যে কোনো পেশার মানুষের চেয়ে সাংবাদিকরা প্রেমিক বা প্রেমিকা হিসেবে অনেকটাই এগিয়ে। কারণ কাজের প্রয়োজনে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। যে কোনো জায়গার ঠিকানা জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায় খুব সহজে।
Leave a Reply