নেত্রকোনার বারহাট্টায় জমিতে সেচ দেয়ার বিষয়কে কেন্দ্র করে বড়ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম পলাশ মিয়া (৩০)।
অভিযুক্ত ভাই আলামিন মিয়া (৪০)। তারা উপজেলার গোড়াউন্দ গ্রামের রব মিয়া ছেলে। আশপাশের কয়েকজন বলেন, ঘটনার সময় আমরা সবাই উপস্থিত ছিলাম। অভিযুক্ত আলামিন মিয়া জমিতে পানি দেওয়ার সামান্য বিষয়ে নিয়ে তার সৎ ভাইদের সাথে কথা কাটাকাটি করছিল। একপর্যায়ে উত্তেজিত হয়ে আলামিন মিয়া বাঁশের লাঠি দিয়ে পলাশ মিয়ার মাথায় আঘাত করে।
তখন পলাশ মিয়া ঘটনাস্থলেই মাঠিতে পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি। ওসি মিজানুর রহমান বলেন, আমি ওই ঘটনার বিষয়ে শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply