বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে মুহম্মদ রিশাদ হুদাকে ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানা এলাকায় এই ঘটনা ঘটে। রিশাদ বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট।
পুলিশ জানায়, ঘটনার পর সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রিশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে শাহবাগ থানায় যান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান জানান, কাঁটাবনে গাড়ির হর্ন দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে এর জেরে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
Leave a Reply