কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোঃ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কুমিল্লা শহরে। এ ঘটনার পর উত্তেজিত জনতা ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাদ যোহর সৈয়দ মোঃ সোহেল এর জানাযা অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে ৪-৫টি মোটরসাইকেলযোগে ৭-৮ জন সন্ত্রাসী নগরীর পাথুরীয়াপাড়ায় কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলের নিজস্ব কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা করে নির্বিচারে গুলি চালায়। এতে সোহেলের মাথাসহ শরীরে ৯টি এবং হরিপদ সাহার পেটে এবং বুকে দুটি গুলিবিদ্ধ হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে দায়ী ব্যক্তিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply