সিলেট সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তিনি। সেখানে নির্মাণাধীন কার্গো টার্মিনাল পরিদর্শন করবেন। পরে সকাল ১০টায় বটেশ্বরে ইউসেফ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন।
বিকেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ১০ তলা আউটডোর ভবন উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় বিসিক ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রাতেই বিমানযোগে ঢাকা ফিরে যাবেন।
Leave a Reply