রাজধানীর মুগদায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী ও শিশু সন্তানের পর স্বামীর মৃত্যু হয়েছে। মুগদা মাদবর গলি এলাকার একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় সুধাংশু (৩৬) মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা তিন।
গত সোমবার (নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে সকাল ৯টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক সার্জন আইউব হোসেন বলেন, নিহতের শরীর ২৫ শতাংশ দগ্ধ ছিল।
Leave a Reply