কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের দুটি শাখায় পুরস্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শব্দের ভেতর ঘর’। এটি পরিচালনা করেছেন ফুয়াদুজ্জামান ফুয়াদ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। শুক্রবার উৎসব কর্তৃপক্ষ ফেসবুক পেজে প্রকাশ করেছে বিজয়ী সিনেমাগুলোর নাম।
এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় প্রতি মাসে সারা পৃথিবী থেকে জমা পড়ে বহু ছবি। সেসবের মধ্যে অক্টোবর মাসে বেস্ট ফরেন ফিল্ম, বেস্ট এশিয়ান ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার এ তিন শাখায় মনোনয়ন পায় ‘শব্দের ভেতর ঘর’। বেস্ট ফরেন ফিল্ম ও বেস্ট ইয়াং ফিল্মমেকার বিভাগে বিজয়ী হয়েছে ছবিটি।
Leave a Reply