চট্টগ্রামে ২০০৯ সালের একটি খুনের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন তাঁরা। এতে ক্ষিপ্ত হন ওই মামলার আসামিরা। জামিনে বেরিয়ে তাঁরা আবারও খুন করেন। এবার তাঁদের হাতে খুন হলেন সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের মধ্যে থাকা এক নারী। এই অভিযোগে আসামি মো. ইরানকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব।
জেলার মিরসরাই থেকে গত সোমবার (১০ জানুয়ারি) রাতে ইরানকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে, লায়লা বেগম, তাঁর স্বামী কবির আহম্মদ ও তাঁদের ছেলে মো. ফারুক এক যুগ আগে হওয়া একটি খুনের মামলায় সাক্ষ্য দেন। এতে ক্ষিপ্ত হয়ে লায়লাকে খুন করেন ওই মামলার আসামি। গ্রেফতার ইরান নগরের ইপিজেড এলাকার মাইলের মাথার মৃত আবুল বশরের ছেলে। নিহত লায়লা একই এলাকার বাসিন্দা। র্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply