সিলেটের জকিগঞ্জে ৫ জানুয়ারি ভোট জালিয়াতির দায়ে গ্রেফতারকৃত দুই রির্টানিং কর্মকর্তা শাদমান সাকীব ও আরিফুল হককে আজ সোমবার (১৭ জানুয়ারি) আদালতে হাজির করেছে কারা কর্তৃপক্ষ।
শাদমান সাকীব ও আরিফুল হকের ৫ দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতে আদালতে রিমান্ড শুনানি করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার ওসি তদন্ত সুমন চন্দ্র রিমান্ড আবেদন করেছেন। এই দুই কর্মকর্তার কাছ থেকে সিলমারা ব্যালট, নগদ টাকা, মাদক উদ্ধার করা হয়েছিল আটকের সময়। সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
Leave a Reply