পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামীর থেকে স্ত্রী ৬১ বছরের বড় বলে জানা গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্বামী আব্দুল হাকিমের বয়স ৪২ বছর আর স্ত্রী সালমার বয়স ১০৩ বছর ১ মাস। ওই দম্পতির দেওয়া তথ্য ও জাতীয় পরিচয় পত্র থেকে জানা গেছে, আব্দুল হাকিমের জন্ম ১৯৭৯ সালের ১৬ মার্চ।
সে হিসেবে তার বয়স ৪২ বছর ৯ মাস ৩ দিন। অন্যদিকে সালমার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে হিসেবে সালমার বয়স ১০৩ বছর ১ মাস। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা স্বামী আব্দুল হাকিমের থেকে ৬১ বছরের বড়। গৃহবধূ সালমা বেগম জানান, ‘আমার বাবা-মার দেওয়া তথ্য মতে আমার জন্ম ১৯৮৮ সালের ৯ ডিসেম্বর। আমার বর্তমান বয়স ৩২ বছর ১ মাস। জাতীয় পরিচয়পত্রে এমন বেশি বয়স দেখে তা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন অফিসের সদস্যরা বলেছে ৪ হাজার টাকা আর কিছু দিন সময় লাগবে’। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন জানান, কাগজ-পত্রের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি যাতে সমাধান হয় সে ব্যবস্থা করা হবে।
Leave a Reply