বাক ও শ্রবণ প্রতিবন্ধী পেসার আকসার আহমেদের সাথে আরও কার্যকর উপায়ে যোগাযোগের জন্য একজন বিশেষজ্ঞ খুঁজছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ পল নিক্সন। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে নিক্সন লিখেছেন, ‘আমাকে অনুসরণ করছেন, এমন কোনো শ্রবণ বিশেষজ্ঞ আছেন? একজন বিশেষ তরুণের সাথে কাজ করার জন্য আমি আপনার সাথে কথা বলতে চাই।
সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের মোল্লারচকে জন্ম ও বেড়ে উঠা প্রতিভাবান পেসার আকসার আহমেদের। মাত্র ২ বছর বয়সে বাবাকে হারান তিনি। ক্রিকেটের প্রতি দারুণ ঝোঁক ছিল। স্বপ্নবাজ ছেলেকে ক্রিকেটার বানাতে নিজের সর্বস্ব উজাড় করেছেন মা দিলারা বেগম। সম্প্রতি আলোচনায় উঠে আসেন আকসার। তরুণ এই পেসার উইকেটে গতির ঝড় তুলতে পারেন ১৩৮ কিলোমিটার বেগে। বাউন্স, ইনসুইং আর আউট সুইংয়ে শক্ত পরীক্ষা নিতে পারেন ব্যাটারদের। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এই পেসার খেলতে চান বাংলাদেশ জাতীয় দলেও।
Leave a Reply