বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পর্দা উঠতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের। এর মধ্যেই গতকাল বুধবার (২৬ জানুয়ারি) করাচি জাতীয় স্টেডিয়ামে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। পাকিস্তানি সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএসএলের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল ধারাভাষ্যকক্ষ। বাউন্ডারি সীমানার দড়িও এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে কেউ হতাহত হয়নি। ফায়ার ব্রিগেড ডেকে আগুন নেভানো হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, জরুরি অবস্থা মোকাবিলায় ফায়ার ব্রিগেডের একটি দল করাচি স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে রাখার উদ্দেশ্যে করাচি স্টেডিয়ামের তৃতীয় তলা থেকে ধারাভাষ্যকক্ষ মাঠের পাশে নামিয়ে আনা হয়েছে। আজ পিএসলের প্রথম ম্যাচটি হবে করাচি স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক করাচি কিংস মুখোমুখি হবে মুলতান সুলতানসের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
Leave a Reply